ব্লগারে কয়টি পোস্ট করে অ্যাডসেন্স-এর জন্য আবেদন করা যাবে?

1 Answers   6.5 K

Answered 2 years ago

ব্লগে জা কিছু লেখছেন ৯৯% তো কোরা থেকে কপি মারছেন। এভাবে ব্লগার হবেন ? আবার টাকাও আয় করতে চান ? টাকা আয় করা এত্ত সোজা না। প্রতিদিন ৪০০০ পেজ ভিউ হয়। মাত্র ৫০ সেন্ট দেয়। মানে ১ ডলারের অর্ধেক। সকল পোষ্ট ইউনিক । টাকা দিয়ে ক্রয় করে পোস্ট করাই । এত কিছু করে মাসে আয় ২০-৩০ ডলার। আজকে ৩ বছর হয়ে গেলো। যদি নিজে পোস্ট লেখতে না পারেন তবে অ্যাডসেন্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। অন্য কিছু থেকে আয়ের চিন্তা করেন।

যদিও গুগল ভুলে আপনাকে অ্যাডসেন্স দেয় পড়ে দেখবেন লিমিট করে দিবে। আমাদের দেশে কপি লেখার জন্য ওরা প্রায় ৫০% অ্যাডসেন্স লিমিট করে দিচ্ছে। আর একবার লিমিট হলে জীবনে আর খোলার সম্ভাবনা অনেক কম।


Ahmed Safi
ahmedsafi
169 Points

Popular Questions