ব্লগারে এডসেন্স কখন যোগ করার আবেদন করবো?

1 Answers   1.9 K

Answered 2 years ago

সাধারণত অনেকেই বলে 20 থেকে 25 টা পোস্ট দেওয়ার পর গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করা যায়। আবার অনেকেই আছে যারা শুধু মাত্র 10 টা পোস্ট দিন গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়েছে। আচ্ছা এবার তাহলে একটু ভাবুন তো কেউ ২০টা পোস্ট দিয়ে অ্যাডসেন্স পাচ্ছেন।

আবার কেউ শুধুমাত্র দশটা পোস্ট দিয়ে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাচ্ছেন। আসল বিষয়টা হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে হবে এবং সেটা অর্গানিক ভিজিটর। আপনার গুগল সার্চ কনসোলে যখন দেখবেন যে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন ১০০০ ভিজিটর আপনার ওয়েবসাইটে গেছে। তখন আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন।

Suzuka
suzuka
276 Points

Popular Questions