ব্রিটিশ আমলে বাংলায় এখনকার চেয়ে বেশি বিজ্ঞানী কেন ছিল?

1 Answers   13.6 K

Answered 2 years ago

প্রথম কথা ব্রিটিশ আমলে এদেশের চেহারা অন্য রকম ছিল । বাংলা দেশ বলে আলাদা কোনো রাষ্ট্র ছিল না । ভারতবর্ষ তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জন্য এক সময় আধ্যাত্মিক ক্ষেত্রে যেমন উন্নতি করেছিল ইউরোপ বা অন্য অনেক দেশ নিজস্ব কঠিন প্রাকৃতিক পরিবেশে লড়াই করে বাঁচার জন্য নানা রকম প্রযুক্তি উদ্ভাবন করতো ।


দীর্ঘ মুসলমান আধিপত্যের ফলে ভারতের সাধারণ মানুষ দিশাহারা হয়ে গেছিল । তার আগে ব্রহ্মন্য বাদ , বর্ণ ভেদ তত্ত্ব কে জাতপাতের তত্ত্বে রূপান্তরিত করার ফলে এমনিতেই হিন্দুদের সমাজ দুর্বল হয়ে গেছিল ( যে কারণe মধ্য প্রাচ্যের লড়াকু লুণ্ঠনকারী দের কাছে তারা ক্রমে হার মানতে থাকে) । কিন্তু ইউরোপীয় জাতিরা শিক্ষায় ও বিজ্ঞানের চর্চাতে মুসলমানদের চেয়ে উন্নত ছিল , ভারতের আধ্যাত্মিক উন্নতির খবর তারা জানতো এবং সম্মান করতো । ভারতে প্রতিভার অভাব কোনো দিনই ছিল না । এদের সংস্পর্শে এসে ভারতে নবজাগরণ শুরু হয় । আধুনিক বিজ্ঞানের চর্চা , কল কারখানা তৈরি, যন্ত্র পাতি নির্মাণ শুরুহয় । এই ভাবে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে ভারত আধুনিক যুগে প্রবেশ করেছে । উনবিংশ বা বিংশ শতাব্দীতে বহু বিজ্ঞানী ইউরোপ আমেরিকার বিশ্ব বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞানের পাঠ নিয়েছে । ওরাও বৈদিক দর্শনকে উচচ মর্যাদা দিয়েছে । তাই মনে হয় ভারতে ( শুধু বঙ্গদেশে নয় ) অনেক বিজ্ঞানীর আবির্ভাব হয়েছিল ।


স্বাধীনতার পরে সব দেশেই জনসংখ্যার সমস্যা বেড়েছে স্বার্থপরতা বেড়েছে । উচচ শিক্ষার ক্ষেত্রে competition বেড়েছে , মেধাবী দরিদ্র ছেলে মেয়েদের সাহায্য করার লোক কমেছে । শুধু টাকা রোজগারের ধান্দা বেড়েছে , রিসার্চ করার লোক কমে যাচ্ছে । যারা বিজ্ঞানী হতে পারতো তারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে executive হয়ে যাচ্ছে ।


আমার যা মনে হয় সংক্ষিপ্ত করে লিখলাম ।


Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions