Answered 2 years ago
আমার ধারণা আমাদের দেশের ফুটবল প্রেমীদের মাঝেই এন্ট্রি ব্রাজিল বা এন্ট্রি আর্জেন্টিনা সাপোর্ট করার প্রবণতা,যা অন্য কোন দেশের মানুষের মধ্যে নেই।তারা ফুটবলের আনন্দ, সৌন্দর্য উপভোগ করে।আর আমাদের দেশের মানুষগুলো হাজার হাজার মাইল দূরের দুটি দেশের ফুটবলের জন্য নিজের বন্ধু,ভাই, স্বজন সবার সঙ্গে এই এক মাস অন্য রকম ব্যবহার করে।এমনকি ঠান্ডা মাথার নিপাট ভদ্র মানুষকেও হিতাহিত জ্ঞানশূন্য আর যুক্তিহীন আচরণ করতে দেখা যায়। এমনকি খুনোখুনির মতো সংঘাতের ঘটনারও ঘটে এদেশে।যা খুবই দুঃখজনক।তবে আমার মনে হয় আমরা এমন একটি জাতি তারা বিশুদ্ধ আনন্দের চেয়ে অন্যের পরাজয়ে বেশি আনন্দ পাই।দুই দলে ভাগ হয়ে এই আনন্দ আমরা উপভোগ করি।দুই দলে ভাগ হয়ে বিবাদে জড়ানো এই অঞ্চলের ঐতিহ্য। যেটা আমরা দেখছি দেশের রাজনীতিতেও।তাই তো আমরা নিজের প্রিয় দলের জয়ের সমান আনন্দ প্রতিদ্বন্দ্বী দলের পরাজয়ে পাই।যা আমরা বড়দেরকে দেখে ছোটরা শিখছে এবং একই আচরণ সেও করছেকারণ সমাজ বিজ্ঞানীদের মতে,মানুষের মস্তিষ্ক অন্য প্রাণীদের মতো নয়। অন্য প্রাণীরা প্রকৃতিতে বড়, প্রকৃতি তাদের অনেক কিছু ঠিক করে দেয়। কিন্তু মানুষের মস্তিষ্ক কাদামাটির মতো। একে যেভাবে গড়ে তোলা হয়, সেভাবেই বিকশিত হয়। বড়রা যা করে, সমাজে যেভাবে প্রথা নির্ধারিত হয়, সেগুলোই শিশুর মস্তিষ্কে গেঁথে যায়।
rashedrimon publisher