Answered 2 years ago
হ্যাঁ , ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়া আমার মনে হয়, অনেক ব্যয়বহুল। বিশেষ করে আমার মতো পরিবারের জন্য, যাদের নুন আনতে পান্তা ফুরায়।
আমি CSE এর মোট খরচটা বলছি। ১৩৬ ক্রেডিট মোট, প্রতি ক্রেডিট এর মূল্য ৬০০০ টাকা। ১৩৬*৬০০০= ৮১৬০০০ টাকা
ধরে নিচ্ছি, তুমি ১২ সেমিস্টারে পুরো কোর্স শেষ করে ফেলবে। মাঝখানে একটি সেমিস্টার থাকে নাম Residential Semester নামে সেখানে সাভার গিয়ে ৩-৪ মাসের মতো থাকতে হয়। এই সেমিস্টারে কোর্স ফি ছাড়াও অতিরিক্ত ৫৬০০০ টাকা দিতে হয় থাকা খাওয়ার জন্য।
প্রতি সেমিস্টারে ৯০০০ টাকা লাইব্রেরি, ল্যাব এবং অন্যান্য সুবিধা বাবদ। সুতরাং (১১*৯০০০)=৯৯০০০
আর ভর্তির সময় ৬০০০০ টাকা দিতে হয়। সুতরাং মোট
৮১৬০০০+ ৯৯০০০ +৫৬০০০ +৬০০০০ =১০,৩১,০০০ টাকা
দশ লক্ষ একত্রিশ হাজার টাকা। তবে ফলাফল ভালো করে CGPA 3.7 এর উপর রাখলে ১০% - ১০০% পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আছে ।
niloyrana publisher