ব্রহ্মান্ডের প্রথম কনা কিভাবে সৃষ্টি হয়? বিজ্ঞান ভিত্তিক উত্তর হলে ভালো হয়?

1 Answers   10.2 K

Answered 2 years ago

তিনিই যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি বলবেন, হাশর হয়ে যাও, সেদিনই তা হয়ে যাবে। তাঁর কথা যথার্থ অকাট্য সত্য। আর যেদিন শিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন রাজত্ব হবে একমাত্র তাঁরই। তিনি অদৃশ্য ও দৃশ্য সব জিনিসের জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাময় ও সবকিছু জানেন। (সূরা আল আনয়াম আয়াতঃ৭৩)

Administrator
admin
0 Points

Popular Questions