ব্যাটারীবিহীন মোবাইল কি আসলেই সম্ভব?

1 Answers   4.6 K

Answered 2 years ago

বর্তমানে বেশির ভাগ লোকেরই হাতে রয়েছে স্মার্ট ফোন। আর যেখানে সেখানে চার্জ দেওয়ার জন্য হরেক রকমের পাওয়ার ব্যাঙ্কও রয়েছে বাজারে। তবে বর্তমানে যে সব স্মার্টফোন বাজারে আসছে সেগুলির ব্যাটারি আবার 'নন রিম্যুভাল'। মোবাইলের চার্জ নিয়ে ‍চিন্তার শেষ নেই। দ্রুত ফুরিয়ে যাচ্ছে চার্জ। কোথাও গেলে সঙ্গে লাগবে পাওয়ার ব্যাংক। কিন্তু যদি এই রকম হয় যে, স্মার্টফোনে ব্যাটারি লাগবে না। তাহলে চার্জার, পাওয়ার ব্যাঙ্ক-এই সব কিছুর ঝামেলা একেবারে থাকে না। এইরকমই একটি ঝামেলা বিহীন ফোনের আবিষ্কার করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল প্রকৌশলী জানিয়েছেন। তাঁরা তৈরি করে ফেলেছেন বিশ্বের প্রথম ব্যাটারিবিহীন মোবাইল। ব্যাটারি-মুক্ত ফোনটি, পরিবেষ্টিত রেডিও সংকেত বা আলো থেকে শক্তি ব্যবহার করে কাজ করতে পারে। ব্যাটারীবিহীন এই ফোন মাত্র ৩.৫ মাইক্রোওয়াট শক্তি ব্যবহার করে ৫০ ফিট দূরে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলো।
Kowshik Ahmed
riyakhatun01
121 Points

Popular Questions