Answered 2 years ago
ব্যাটারী সেভিং মোড আসলে কাজ করে কীভাবে তা জানা দরকার৷ কারণ কী এমন করে যার ফলে চার্জ কম ব্যায় হয়!.
আসলে আমরা যখন ফোন ব্যবহার করি তখন একসাথে ফোনের অভ্যন্তরেও অনেকগুলো কাজ সম্পাদিত হয়৷ আবার অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু চালু রেখেই অন্য ফাংশন ব্যবহার করতে থাকি৷
তার সাথে নোটিফিকেশন আসা, মেসেন্জার এর রিপ্লে বা চ্যাটহ্যাড ওপেন রাখা সহ কত কি৷
কিন্তু এগুলো চার্জ খুব দ্রুত ফুরোয়৷ ব্যাটারী সেইভার অন করার সাথপ সাথে সবগুলো ব্যাক্গ্রাউন্ড বন্ধ হয়ে যায়৷
এটি আরও ভাল করে বুঝতে পারবেন যদি আপনার ফোন ভার্সন ১২ বা এর উপর হয় আর কখনো চার্জ ৫% এর নিচে নামে৷ তখন আল্ট্রা ব্যাটারী সেইভার নামে একটা অপসন চালু হয়৷ যা সমস্ত ফোনকে সর্ট করে দেয়৷ মাত্র ম্যাসেজ আর কল করা যায়৷ বাকি সবগুলো এপকে ডিজেবল করে দেয়৷ এভাবেই সব ব্যাটারী সেইভার কাজ করে৷
তবে একটি এপ ব্যবহারের জন্য অনেক গুলো ফাংশন ফোনের ওএস( অপারেটিং সিস্টেম) এ কাজ করে৷ সেগুলো ব্যাটারী সেইভার অন করার ফলে বন্ধ হয়ে যায়৷ ফলে ফোনের অভ্যন্তরীণ সার্কিটে একটু কাজের চাপ বেশি পরে৷ তাই সমস্যা তো একটু হবেই৷ তবে এটি তেমন কোনো বড় সমস্যা করে না৷ যদি করতই তাহলে ফোনের সাথে দিত না! আর বড় কথা হচ্ছে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবেই৷ তাই বিপদের সময় রক্ষা পেতে এটা অন করা যায়৷
তবে আপনি সেই পরিমাণ ফোন চাপলে যদি সর্বদাই ৫-১৯% এ চার্জ নিয়ে আসেন আর ব্যাটারী সেভার ব্যবহার করতে থাকেন তাহলে বারবার ফোনের চার্জ এরকম করে ব্যাটারীর লাইফ টাইম খেয়ে দিতে পারেন৷ তাই বিপদের সময় করলেও অন্য সময় সূযোগ থাকলেই চার্জে লাগান৷
noyonkhan publisher