ব্যাটারিচালিত টেবিলফ্যান-এর স্পিড কি কম থাকে সাধারণ ফ্যানগুলোর তুলনায়?

1 Answers   10 K

Answered 2 years ago

কমও থাকতে পারে আবার বেশীও থাকতে পারে। আসলে স্পিড এর ক্ষেত্রটা ডিপেন্ড করে আপনার ফ্যানের মোটরের আরপিএম(রোটেশন পার মিনিট) এবং ওয়াটের ওপর। আমি যদি শুধুমাত্র টেবিল ফ্যানের মোটরের কথা বলি তবে সেক্ষেত্রে বেশি আরপিএম ও বেশী ওয়াটের মোটর হলে এবং সেই সাথে আপনার ফ্যানের ব্লেড/পাখা গুলো যদি মোটরের ক্ষমতা অনুযায়ী বড় হয় তবে বেশী বাতাস পাবেন। এমনকি আপনার কথায় সাধারণ এসি ফ্যানগুলোর তুলনায় বেশী স্পিড ও বেশী বাতাস পাবেন।

আমরা যারা ব্যাটারি চালিত ফ্যান চালাই, হয় আমাদের বাসায় বিদ্যুৎ সংযোগ নেই অথবা বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সোলার সিস্টেম আছে। অর্থাৎ আমাদের এক বা একাধিক ব্যাটারি আছে এবং সেই ব্যাটারিগুলো কোন না কোন ভাবে রিচার্জ করে ইলেকট্রিসিটি সঞ্চয় করে রাখি। এখন একটি ব্যাটারি যত বেশী এম্পিয়ার-আওয়ার (ব্যাটারির স্টোরেজ ক্ষমতা) এর হোক না কেন, তা কিন্তু অসীম না। অন্তত আমাদের দৈনন্দিন ব্যবহার করা ডিভাইসের তুলনায় খুবই কম। তাই আমাদের সবারই টেনডেন্সি থাকে ইমারজেন্সী সময়ে সেগুলো যথা সম্ভব কম সময় ব্যবহার করার। ব্যাটারিতে যেহেতু আমাদের চাহিদার খুব কম পরিমান ইলেকট্রিসিটি জমা থাকে সেহেতু আমরা যদি সবচেয়ে বেশী সময় ধরে সে ইলেকট্রিসিটি ব্যাবহার করতে চাই তবে আমাদেরকে কম ওয়াটের ডিভাইস ব্যবহার করতে হবে। আর কম ওয়াট মানেই তার ক্ষমতা কম, আর ক্ষমতা কম মানেই কম স্পিড।

একটি ব্যাটারিতে যদি একটা ১০ ওয়াটের ফ্যান ১০ ঘন্টা ধরে চলে তবে ১০০ ওয়াটের ফ্যান ১ ঘন্টা বা তার কম সময় চলবে। এটাই হিসাব। এখন আপনার বাসায় যদি বিদ্যুতের সংযোগ না থাকে অথবা এমন এলাকায় বাস করেন যেখানে ঘন ঘন দীর্ঘ সময় ধরে লোডশেডিং হয় তবে আপনি আপনার লোড গুলোকে বেশী সময় ধরে চালানো যায় এমন কম ওয়াটের ডিভাইস লাগাতে চাইবেন। আসলে সবাই সেটাই চায়। আর সেজন্য কোম্পানীগুলো কম ওয়াটের ডিসি (ব্যাটারিতে ব্যবহার উপযোগী) ডিভাইস তৈরী করে। আর সঙ্গত কারনে আমরা যখন বাজারে কোন ডিসি প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা কম স্পিডের ফ্যানগুলোই দেখতে পাই।

অথচ অটো রিক্সার দিকে তাকান, সেখানে ছোট একটা মোটর ব্যবহার করে দিব্বি ৭-৮জন মানুষ/ ৫০০-৬০০ কেজি পণ্য পরিবহন করে। তাছাড়া এখন বাই সাইকেল, মোটর সাইকেল এমনকি ইলেকট্রিক কারও মার্কেটে লঞ্চ করছে। তাই ব্যাটারি চালিত পণ্য মানেই সেগুলো কম স্পিড/কম ওয়াটের/কম কাজের এমনটা ভাবা ঠিক না।

আশাকরি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও কোন কিছু জানার থাকলে জিজ্ঞেসা করতে পারেন।


Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions