ব্যাচেলর মানে কি?

1 Answers   10.7 K

Answered 1 year ago

ব্যাচেলর মানে নিম্ন পর্য্যায়ে। এক ধাপ নীচে। এখন প্রশ্ন হলো কিসের থেকে নিম্ন পর্য্যায়? ধরুন সমাজে একজন বিবাহিত। তাহলে তিনি নিজের জীবনে কর্মের উপলব্ধিতে একটি পর্য্যায় আছেন। married। আর একজন ব্যাচেলর তার থেকে এক ধাপ নীচে। কারণ তিনি অবিবাহিত।প্রাপ্তবয়স্ক, কিন্তু তিনি এখনো জীবন পথে, দায়ীত্বে, এই কর্ম উপলব্ধি করেন নি। ধরুন আপনি শিক্ষা গ্রহন করেছেন, এবং কোনো বিষয়ে পূর্ণ শিক্ষা, দক্ষতা অর্জন করেছেন। তাহলে আপনি যেই পর্য্যায় আছেন তাকে আমরা বলবো মাস্টার্স। কিন্তু যদি আপনি শিক্ষার স্তরে, পর্য্যায়ে মাস্টার্স এর পর্য্যায় পৌঁছাননি, তার থেকে নিম্ন পর্য্যায় আছেন তাহলে আপনি ব্যাচেলর। ল্যাটিন শব্দ baccalārius শব্দ থেকে এটির উৎপত্তি। সামন্তবাদী প্রথায় নিম্নস্তরীয় পদাধিকারীদের জন্য শব্দটি ব্যবহার হত। পরে শিক্ষার ক্ষেত্রে baccalaureate স্তরের পরিক্ষা হত, যার অর্থ যে প্রাথমিক ভাবে স্কুলের শিক্ষা শেষ করে, দ্বিতীয় স্তরের শিক্ষা অর্জন করছে, কিন্তু তখনের সর্বোচ্চ স্তরের শিক্ষা অর্জন করেনি। তাই ব্যাচেলর শব্দের এক কথায় অর্থ নিম্ন পর্য্যায়। তার মানে তার চেয়েও উচ্চ পর্য্যায় আছে।
Arif Khondokar
Arif Khondokar
601 Points

Popular Questions