Answered 3 years ago
ব্রিটিশ পদ্ধতিতে —
ব্যাচেলর অফ আর্টস হচ্ছে মানবিক বা কলা সংক্রান্ত বিষয়ে উচ্চ-মাধ্যমিক-পরবর্তী কিন্তু মাস্টার্স ডিগ্রী-এর আগে তিন বছর মেয়াদী ডিগ্রী।
অনার্স হচ্ছে অর্জিত ব্যাচেলর ডিগ্রীর মান।
যেমনঃ
প্রথম শ্রেণীর অনার্স বলতে বোঝায় যে তিনি ন্যুনতম ৬০% নম্বর অর্জন করেছেন।
দ্বিতীয় শ্রেণীর অনার্স বলতে বোঝায় যে তিনি ন্যুনতম ৪৫% নম্বর অর্জন করেছেন।
তৃতীয় শ্রেণীর অনার্স বলতে বোঝায় যে তিনি ন্যুনতম ৩৩% নম্বর অর্জন করেছেন।
mahbubalom publisher