Answered 2 years ago
সামর্থ্য থাকলে অবশ্যই জমি। তার কারণ ব্যাঙ্কে জমা টাকা depreciable asset অর্থাৎ যত দিন যাবে দাম কমবে। আজ্ঞে হ্যাঁ ঠিকই বলছি টাকার বর্তমান মূল্য যা আগামী দশ বছরে তার প্রকৃত মূল্য কমে যাবে। কেউ কেউ ভাবছেন হয়তো গল্প কথা? না একদমই নয়। আজ থেকে বছর কুড়ি আগেও এক কিলো মোটামুটি গুণমানের চাল ১০ কি ১১ টাকা কেজিতে পাওয়া যেত। এখন সেটাই কেজি প্রতি মোটামুটি ৪৫ টাকায় কিনতে হচ্ছে। এটাকেই অর্থনীতির ভাষায় টাকার প্রকৃত মূল্য বা real value বলে।
অপরদিকে ভূপৃষ্ঠে জমির পরিমাণ যেহেতু নির্দিষ্ট তাই এটা appreciable asset অর্থাৎ যতদিন যাবে এর valuation বাড়বে।
admin publisher