Answered 2 years ago
Its : এটা বোঝায় 'ইহার' । যেমন -
Its beauty charmed me .
আর, It's মানে হলো It এর পর একখানা finite verb, বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া । যেকোনো verb নয় কিন্তু, is, was, has .
আসল ব্যাপারটা কী জানেন ? আসল ব্যাপারটা হলো (') । এই বস্তুটাকে বলে লোপচিহ্ন বা ইলেক । ইংরেজিতে বলে apostrophe । নাম শুনে আশা করি আন্দাজ করছেন, এই বস্তুর কাজ হলো লোপ করে দেওয়া । চলিত ভাষার প্রথম দিকের সাহিত্যে দেখবেন, ক'রে , ছ' , দু' - মানে সোজা কথায় করিয়া থেকে ইয়া লোপ হয়ে করে, দুই থেকে ই গিয়ে দু , ছয় থেকে য় লোপ হয়ে ছ - এই জন্যই পরে এসে বসেছেন এই লোপচিহ্ন মহাশয় ।
( তবে হ্যা , এখন করে লিখতে ক'রে লিখবেন না যেন, এখন তো আর সংশয়ের সুযোগ নেই ! বর্তমান নিয়মে যেখানে লোপচিহ্ন না থাকলে অর্থভ্রান্তির সুযোগ থাকে শুধুমাত্র সেখানেই এই চিহ্ন ব্যবহার করা যাবে )
তো Its এ লোপচিহ্ন বা Apostrophe নেই, এটা সোজাসাপ্টা একটাই অর্থ বোঝায় , কিন্তু It's এর ক্ষেত্রে Apostrophe বা লোপচিহ্ন মূলত has, is বা was কে লোপ করে দিয়েছে । অর্থাৎ ,It's হলো It has, It is বা It was ।
It's a crisis time all around the world . (It is)
It's a rumor that Kim had died. (It was){কিভাবে বুঝলাম বলুন তো ?}
It's been a great knock by Gunguly. (It has) {কিভাবে বুঝলাম বলুন তো ?}
ritakhatun publisher