৩৭ লক্ষ টাকা ইউরোপে ৩৭ হাজার টাকার চেয়েও কম। তিন থেকে পাঁচ কোটি টাকা থাকলেও অন্যান্য যোগ্যতা না থাকলে কেউ নাগরিক হতে পারে না। ইউরোপে যোগ্য লোক দরকার। আপনি চাইলে সেফ, নার্সিং, হেলথ কেয়ার এর ওপরে ডিপ্লোমা করে ইউরোপের কোন দেশে ওয়ার্ক পারমিট নিতে পারেন তার পর এক সময় সেখানে নাগরিকত্ব পেয়ে যাবেন। যোগ্যতা ছাড়া ইউরোপে টাকার কোন মূল্য নেই। এই টাকা দিয়ে বরং দেশে কিছু করুন।
বিভিন্ন দেশে বিভিন্ন পেশার লোকদের ওয়ার্ক পারমিট দেয়। কোন দেশে যাবেন আর সেই দেশে কোন পেশার লোক দরকার সেটা জানতে হবে। যেমন নিউজিল্যান্ড এ প্রশিক্ষিত রাখাল দরকার হয় আর কানাডায় সেফ বা প্রশিক্ষিত বাবুর্চি দরকার হয়। মোটামুটি সব দেশেই নার্সিং আর হেলথ কেয়ার এর লোকদের দরকার হয়। অনেক দেশে ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার হয়।
sinjonkhan publisher