Answered 2 years ago
ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, খুব সহজভাবে বললে বলা যায় বাজারে যত ধরনের পণ্য এবং সেবার হয়েছে তাদের মধ্যে কোন না কোন জায়গায় দুর্বলতা রয়েছে।
ইউনিলিভার, বিকাশ, বিডিজবস, বিক্রয় ডট কম, স্কয়ার কনজুমার, নেসলে, প্রথম আলো থেকে শুরু করে যত বড় বড় ব্র্যান্ড রয়েছে তাদেরও কিন্তু অসংখ্য দুর্বলতা রয়েছে। যা এই সমস্ত ব্র্যান্ডগুলো নিয়মিত সমাধান করার জন্য লেগে পড়ে রয়েছে।
আপনি সারাদিন যত পণ্য ব্যবহার করছেন এবং সব থেকে বেশি যেগুলো ব্যবহার করছেন সেখানে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন কোন গ্যাপ (সমস্যা) কি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা?
সেখান থেকে ছোট পরিসরে আপনি শুরু করে দেখুন, বাজার থেকে কি রকম সাড়া পাচ্ছেন? তারপর একটি ভালো বিজনেস আইডিয়া তৈরি করে একটি আন্তর্জাতিক মানের ব্যবসা শুরু করে দিতে পারেন।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এত সহজ যদি হতো তাহলে সবাই করত? প্রথম যখন ফেইসবুক এসেছিল তখন কেউ ভাবতেই পারেনি যে আরও সোশ্যাল মিডিয়া তৈরি হবে, এবং সেগুলো এত বড় হবে?
বর্তমান বিখ্যাত ৫০ টার উপরে সোশাল মিডিয়া আছে যারা ভালোই ব্যবসা করছে আর আমরা যে প্লাটফর্মে লেখালেখি করছি “কোরা বাংলা” এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া।
তো, কোরা বাংলা বিদ্যমান অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আলাদা কিছু অবশ্যই করছে, অর্থাৎ বাজারে নতুন কোন সমস্যাকে সে সমাধান করছ যা কাস্টমারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।
কেউ কি ভাবতে পেরেছিল যে মেয়েদের রূপসজ্জা আইটেম নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি হতে পারে? হ্যাঁ সেটাও কিন্তু সম্ভব হয়েছে তাও আবার বাংলাদেশে। কোম্পানির নাম “সাজগোজ”
এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যা আসলেই বাস্তব সম্মত আর আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে ব্যবসা-বাণিজ্য সম্পর্কে স্পষ্টতা তৈরি করতে হবে।
শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য সম্পর্কে অসংখ্য পোস্ট আমার প্রোফাইলে আপনি পেয়ে যাবেন, রীতিমতো পোষ্টগুলো লাখের উপরে পড়া হচ্ছে নিয়মিতভাবে এবং শেয়ার করা হচ্ছে। এটা আমার প্রতি সবার ভালোবাসার কারণে হয়েছে।
ব্যবসা-বাণিজ্য এবং আত্ম উন্নয়ন সম্পর্কে নিয়মিত পোস্ট পেতে চাইলে আমাকে অনুসরণ করে রাখতে পারেন এবং আমার পোস্টগুলো ভালো লাগলে সেগুলো শেয়ার করবেন 🙏 🙏 বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ধন্যবাদ
রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট
sopnilsopno publisher