Answered 2 years ago
এটা নির্ভর করে আপনার ব্যবসার পরিধির উপর। আপনার ব্যবসা যদি ছোট হয় অর্থ্যাৎ মাসে ১০ লক্ষ টাকার মধ্যে লেনদেন থাকে তাহলে আপনি অনায়াসে টালি নামের মোবাইল এ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
আর যদি আপনার ব্যবসার লেনদেন যদি ১০ লক্ষ টাকার বেশী হয় তাহলে আপনি প্রিমিয়াম ERP সফটওয়্যার ব্যবহার করতে পারেন তবে এটি একটি ব্যয়বহুল সাপেক্ষ ব্যাপার।
তাই সর্বপরি আপনাকে পরামর্শ দিবো আপনার ব্যবসার লেনদেন যদি ১০ হতে ২০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আপনি একটি ব্যবসায়িক আর্থিক নীতিমালা প্রণয়ন করতে পারেন আর তাতে বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনার ফর্ম ফরমেট তৈরী করে তা পূংখানুভাবে অনুসরণ করতে পারেন।
এক্ষেত্রে যদি আপনার কোন প্রকার সহযোগীতা লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাকে বিনামূল্যে আর্থিক ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন সহ বিভিন্ন প্রকার আর্থিক ব্যবস্থাপনামুলক ফরমেট তৈরীতে সহযোগীতা করব।
asbankhan publisher