Answered 2 years ago
কে বলল কঠিন? মোটেও কঠিন না। টানা এক বছর চেষ্টা করুণ পারবেন। আমি শিখতাম গিটার আর আমার বোন শিখত বেহালা। আমরা ভাই বোন একসাথে ক্লাশ করতাম। তীব্র ইচ্ছার কারনে আমি গিটার শিখতে পেরেছি আর আমার বোন বেহালা শিখতে পেরেছে। অবশ্য প্রথম প্রথম আমাদের কাছে খুব কঠিন মনে হতো। তারপর ধীরে ধীরে সহজ মনে হলো। এখন আমি গিটার দিয়ে যে কোনো গানের সুর তুলতে পারি। আমার বোন বেহালা দিয়ে যে কোনো গানের সুর তুলতে পারে। আপনি চেষ্টা করুণ। পারবেন। খুব কঠিন কিছু না।
rabiyakhatun publisher