বেস্টফ্রেন্ডের প্রেমে পড়েছি। সমস্যা হলো সে কখনো কারো সাথেই প্রেম করবে না।আমার সাথেও না। এখন কী করবো?

1 Answers   4.5 K

Answered 2 years ago

জীবনের এক পর্যায়ে গিয়ে এই ব্রত ভেঙ্গে ফেলবে সিরিয়াল দিয়ে রাখেন। মানে বন্ধুত্ব টিকিয়ে রাখুন তবে নজরদারিতে রাখুন অন্য কারো প্রেমে যেন না পড়ে। আর আপনি তার প্রেমে পড়েছেন এটা জানানো উচিত মনে করলে জানিয়ে দিন। সরাসরি বিয়ে করার সুযোগ পেলে তো আরো ভালো।


Deksha Sharma
dekshasharma
187 Points

Popular Questions