বেশ কিছুদিন মেয়েরা মিলন না করলে কি মাসিক হতে পারে?
0
0
1 Answers
3.1 K
0
Answered
1 year ago
প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে। পিরিয়ড তাকে প্রতি মাসে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। পিরিয়ড শুরু হওয়ার আগে ও চলাকালীন নারীদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন দেখা দেয়। পিরিয়ড কমপক্ষে তিন দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত হয়ে থাকে। এ সময় স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকে জানতে চান- পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক হলে কোনো সমস্যা হয় কিনা? জেনে রাখা ভালো, পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক একবারেই অনুচিত। এই সময়ে শারীরিক সম্পর্ক নারীর জন্য নানাবিধ বিপদ ডেকে আনতে পারে।আপনি যে প্রশ্নটা করেছেন তাতে যদি আপনার মাসিক টাইম টো টাইম প্রতি মাসে একই সময় হয়, আর দুই এক দিন এই দিক ওই দিক হয় তার জন্য আপনার মিলনের উপরে, যেমন অনেক দিন মিলন হয় নাই বা মাঝে মধ্যে মিলন অনেক দিন পর পর হয়, তার উপর ও কোন প্রভাব পরে না,
Deloar Mahmud publisher