Answered 2 years ago
ভালো ছাত্র সম্পর্কে ২ টা প্রচলিত ধারণা -১. তাদের হাতের লেখা সুন্দর হয় না। ২. তারা চশমা পড়ে।
২ টার কারণ -
১. দ্রুত ও বেশি লেখার জন্য হাতের লেখা খারাপ হয়,বা তারা লেখায় সময় কম দেয়, তবে অধিকাংশ এর লেখা সুন্দর, কারণ বোর্ড এক্সাম এ লেখা গুরুত্বপূর্ণ হয়।
২. চশমা দেয় চোখের পাওয়ার, দৃষ্টি শক্তি কমে গেলে, এখন তারা বেশি পড়ে, বইয়ের ছোট লেখার দিকে প্রায় ১০ ঘন্টার মতো তাকিয়ে থাকে, এরন্য চোখে প্রেশার পড়ে, এবং আস্তে আস্তে তাদের চোখের দৃষ্টি কমে যায়, এছাড়াও সবার ক্ষেত্রে কারণ এক না। এবং আমার দেখা প্রায় আমাদের সব ভালো ছেলে এবং মেয়ে রা চশমা পড়ে।
rashedulrana publisher