Answered 2 years ago
বৃহস্পতি গ্রহ ৯০% হাই্রোজেন ও ১০%হিলিয়াম দ্বারা গঠিত । বলতে পারেন দুষন বর্জিত জ্বালানির অফুরন্ত ভান্ডার ৷ কিনতু এই জ্বালানি নিজে থেকে জ্বলবে না। কারন দুটি (১) হাইড্রোজেনের জ্বলনাংক ৫৮৫ ডিগ্রী সেলসিয়াস যেখানে গ্রহ টির তাপমাত্রা (-)১৪৫ ডিগ্রী সেলসিয়াস ৷ অর্থাৎ জ্বলনাংকের বহু নিচে ৷ (২) যদি কোনো বড় উল্কাপাত জনিত কারনে কোন ছোট্ট জায়গায় স্থানীয় তাপমাত্রা ক্ষনকালের জন্য হাইড্রোজেনের জ্বলনাংকের ওপরে ওঠেও , অক্সিজন কোথায় যে দহন ঘটবে ? সুতরাং বৃহস্পতি চিরকাল এই বিশাল জ্বালানি নিরাপদেই বয়ে বেড়াবে যা নিজে থেকে জ্বলবে না ৷
যদি মানুষ প্রযুক্তির এমন উন্নতি করতে পারে যাতে কোন দিন বৃহস্পতি থেকে হাইড্রোজেন কম খরচে সংগ্রহ করে পৃথিবী তে আনা সম্ভব হয় তখন তা কাজে লাগতে পারে নিশ্চয়ই ।তবে আপাতত তা মরীচিকা ।
jannatul publisher