বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায় কেন?

1 Answers   2.4 K

Answered 2 years ago

ভাই এটি মূলত আমাদের জীবনের নিরাপত্তার কথা ভেবেই করা হয়। বৃষ্টি হলে অনেক সময় ঝড়ো হাওয়ার কারনে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এমনটা বহুবার হয়েছেও। আমাদের এলাকাতেও হয়েছে। তাছাড়া বৃষ্টিতে বর্জপাতে অনেক সময় টিভি,ফ্যান,ফ্রিজ সহ বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হয়ে যায়। আর তাই এ সময় বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হয়।


Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions