Answered 2 years ago
বিষয়টা আপেক্ষিক বেগ (relative velocity) দিয়ে ব্যাখা করা যায়।
আপনার বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মানে বৃষ্টি লম্বভাবে আপনার উপর পড়বে।এতে আপনার সম্মুখ আর পচ্যাত প্রান্ত সমান ভাবেই ভিজবে।
ঠিক এরকম ছাতা ছাড়া কল্পনা করুন তো কি হবে যদি এখন আপনি হাটেন বা দৌড়ান।
আপনি যদি হাটেন তাহলে আপনার কাছে মনে হবে বৃষ্টি এতক্ষন লম্বভাবে না পড়ে কোনাকুনি ভাবে আপনার সম্মুখ প্রান্তে আঘাত হানছে।(আপেক্ষিকতা)
আর যদি দৌড়ান তাহলে Vp এর মান বেড়ে যাবে, যার দরুন 0 থিটা এর মানও বেড়ে যাবে,আর বৃষ্টি আরো বেশি করে আপনার মুখের উপর ঝাপটা মারবে।
তারমানে আপনে হাটেন দৌড়ান বা দাঁড়িয়ে থাকেন সব ক্ষেত্রেই সমান ভিজবেন।পার্থক্য শুধু এই যে দাড়িয়ে থাকলে সামনে পিছনে সমান ভিজাবে আর দৌড়ালে বা হাটলে সামনে বেশি ভিজাবে।
babynaznin publisher