Answered 2 years ago
বুয়েটে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট আছে, তবে এই ডিপার্টমেন্ট থেকে কোনো ডিগ্রি অফার করা হয় না। বরং অন্যান্য ডিপার্টমেন্টের আন্ডারগ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের ইংরেজি, ইকোনোমিক্স, একাউন্টিং, সোশিওল্যোজি ইত্যাদি বিষয়ের উপর কোর্স অফার করে। এই ডিপার্টমেন্টে পার্মানেন্ট টিচার আছেন বেশ কয়েকজন। সেই সাথে অন্যান্য ভার্সিটি থেকে পার্ট টাইম টিচারও আনা হয়।
Alia Khatun publisher