বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের সূত্রটি কী?

1 Answers   2.4 K

Answered 2 years ago

বুদ্ধ্যঙ্ক (Intelligence Quotient) হল ব্যক্তির প্রকৃত বয়স (Chronological Age) এবং মানসিক বয়সের (Mental Age) আনুপাতিক সম্বন্ধ।

মনোবিদ Stern সর্বপ্রথম ‘বুদ্ধ্যঙ্ক’ শব্দটি ব্যবহার করেন। কিন্তু তিনি বুদ্ধ্যঙ্ক নির্ণয় করেননি। ১৯১৬ খ্রিস্টাব্দে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Terman যখন বিনে অভীক্ষাটির সংশোধন করে আর একটি সংস্করণ প্রকাশ করেন তখন তিনিই সর্বপ্রথম বুদ্ধ্যঙ্কের ব্যবহার করেন।

বুদ্ধির অভীক্ষার জন্য মানসিক বয়সকে (M.A) প্রকৃত বয়স (C.A) দিয়ে ভাগ করলে বুদ্ধ্যঙ্ক পাওয়া যায়। ভগ্নাংশ পরিহার করতে ভাগফলকে ১০০ দিয়ে গুণ করা হয়। ১০০ কে বুদ্ধ্যঙ্কের স্বাভাবিক মান হিসেবে গ্রহণ করা হয়।

Nirob Khan
nirobkhan
300 Points

Popular Questions