বিয়ে বাড়ির ওয়ান টাইম প্লেট গ্লাস কি ক্ষতিকর?

1 Answers   12.7 K

Answered 2 years ago

ডিস্পোজেবল প্লেট গ্লাস সমূহ প্লাস্টিকের তৈরি, দামও কম ৩ টাকার মতো। খুব গরম খাবার দীর্ঘক্ষণ ধরে রাখলে প্লাস্টিকের সাথে রাসায়নিক বিক্রিয়া হতেও পারে। দ্রুত ডিগ্রেডেবল না হওয়ায় প্লেটগুলো পরিবেশের জন্যও ক্ষতিকর। তার পরিবর্তে কমদামি মাটির প্লেট ব্যবহার করা উচিত , সেটা পরিবেশ বান্ধব ও বটে।

সবচেয়ে ভাল হয় পরিস্কার কলাপাতা বা অশ্বত্থ পাতায় খাওয়া । এটা অনেক বেশি স্বাস্থ সম্মত ও পরিবেশ বান্ধব। ভারত ভ্রমণে বিভিন্ন জায়গায় খেয়েছি, খুব ভালো লাগত বিশেষত অশ্বত্থ পাতার একটা সুন্দর ঘ্রাণ আছে।

যাদের বিয়ে বাড়ির স্টিল, সিরামিক বা মেলামাইনের প্লেটে খেতে অসুবিধা তারা নিজ বাড়ি হতে মোবাইল প্লেট নিয়ে খেয়ে আসতে পারেন। এতে সুচিবায়ু গ্রস্থ হবার ভয় কম। বাঙালি হাতে সেল ফোন নিয়ে ঘোরা ঘুরি করতে পারলে প্লেট নিয়ে ঘুরতে অসুবিধা কোথায়?

Abu Jahid
abujahid
359 Points

Popular Questions