Answered 2 years ago
আপনার বাংলা পড়ে, বাঙালিরাও হোঁচট খাবে। যায় হোক, আপনার প্রশ্নটা পড়ে যেটা মনে হয়, সেটা হল, আপনি বিদেশে যাচ্ছেন, এখন সমস্যা হল, বউ কোথায় থাকবে। এমন প্রশ্নের উত্তর দিতে গেলে, অনেক কথাই বলা যায়। কিন্তু আমি সে সব জটিলতার মধ্যে না গিয়ে, একটা সোজাসাপটা উত্তর দেওয়া বাঞ্ছনীয় মনে করি। আপনার প্রশ্নের উত্তরে একটি পুরানো প্রবাদ উল্লেখ করতে চাই। দেখুন, আগেকার দিনে, নারী সম্পর্কে, পুরষের দৃষ্টি ভঙ্গি কেমন ছিল। প্রবাদ ছিল, "জরু গরু ধান,তিন বর্তমান। অর্থাৎ কিনা, জরু অর্থাৎ বউ, আর গরু ও ধান, এই তিনে বর্তমান। কারণ এগুলি মানুষের অত্যন্ত দরকারি। কাজেই এগুলো সবসময়ই নিজের কাছে রাখাটা বাঞ্ছনীয়।
rajibul publisher