Answered 2 years ago
ধন্যবাদ এইডেন স্টিওয়ার্ট আমার কাছে উত্তরের অনুরোধ করার জন্য।
বিয়ে আমার পছন্দ না। আমি লিভটুগেদারে বিশ্বাসী। এ বিষয়ে কারো কিছু বলার আছে?
এই বিষয়ে অনেকের অনেক কিছু বলার থাকলেও বলার অধিকার একমাত্র আপনার ও তার, যার সাথে আপনি নিজের জীবন জড়াবেন।
Your life your rules.
But তবুও কোথাও কোথাও নিজের তৈরি করা নিয়মটাই নিজেকে শেষ করে দেয়, সেইসব নিয়মের নাম, হঠকারিতা, জেদ, অবাধ্যতা, অজ্ঞানতা ইত্যাদি ।
আপনার উত্তরে আসি। বিয়ে মানে হচ্ছে প্রচলিত ও নামে আধুনিক কিন্তু কাজে পুরাতন সমাজে আইন প্রসিদ্ধ ভাবে যৌন সম্পর্ক তৈরি করা। মানে মানুষ হয়ে জন্মেছি শুধু যৌনতা করব বলে এমন একটা ধ্যান ধারণায় অন্ধ সমাজ তাই তাদের কাছে বিয়ের সংজ্ঞা টি এমন।
আর বিয়ের সাথে live Together ব্যাপার টার উপরোক্ত কারণের জন্য ই কোনো পার্থক্য নেই।
আপনার জীবন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তবে মনে রাখবেন কারোর খারাপ করে নিজের ভালো করা যায় না।
আপনাদের মতো এমন চিন্তাধারা মানুষের কাছে আমার মতো মানুষদের মতামত বৃথা প্রদর্শন।
dorududdin publisher