Answered 2 years ago
যদি আসলেই সে কাও কে ভালোবেসে থাকে আর সম্পর্কটা যদি এখনো বর্তমান থাকে তাহলে আমার উত্তর হবে, এক পাও এগোবেন না এই বিয়ে তে। হতে পারে মেয়েটা ফ্যামিলির চাপে রাজি হয়েছে, হতে পারে সে যাকে ভালোবাসে তিনি এখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি যাকে ভালোবাসি তার সাথে আমার ৫বছরের সম্পর্ক ছিল। আমরা একে ওপরকে যথেষ্ট ভালোবাসতাম। তার ফ্যামিলি অনেক conservative ছিল। গতবছর হঠাৎই এক ঝড়ের মত একটা ভালো বিয়ে প্রস্তাব আসে ওর জন্য তখনও আমি বেকার। সে তার বাবা-মা কে কিছুতেই মানাতে পারে নাই। ফলশ্রুতিতে সে এখন ওই ছেলের স্ত্রী। আমার সাথে তার বিয়ের ৭মাস পর প্রথম যোগাযোগ হয় এবং তার একটাই উত্তর ছিল, সে ভালো নেই, সে কখনো আর ভালো থাকবে না এবং সে এখনো আমাকে ভালোবাসে।
অতএব আমার সাজেশন থাকবে জেনেশুনে অন্যের স্বপ্ন ভঙ্গ না করে বরং স্বপ্নটা জোড়া লাগাতে চেষ্টা করুন। এতে করে একটি সুন্দর জীবন পাবে দুটো মানুষ আর আপনিও এক অন্য রকম আত্বিক শান্তি পাবেন।
dilipkumar publisher