Answered 1 year ago
তর্ক করলেই কাচা কঞ্চি দিয়ে পশ্চাদদেশে আঘাত করুন, বউয়ের না, নিজের
মাত্র ৭ মাসেই বউয়ের বিষয়ে কমপ্লেই করে অন্যদের থেকে পরামর্শ চাইতে হচ্ছে!!! আশপাশ মেইনটেইন করেন কিভাবে ভাই??? নিশ্চিতভাবেই আপনি হয় বউকে মাত্রাতিরিক্ত আহ্লাদ দিতে গিয়ে এমনটা হয়েছে, নয়তো অতিরিক্ত টাইট দিতে গিয়ে প্যাচ কেটে ফেলেছেন.. খিটখিটে মেজাজ অথবা অতি আহ্লাদ যেটাই করেন না কেন সেটা পরিহার করুন.. স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন.. বুদ্ধি খাটিয়ে তাকে বোঝান যে আপনি তার থেকে ভালো বোঝেন এবং তার ব্যাপারে ভালো সিদ্ধান্ত নিতে পারেন.. তখন সে এমনিতেই আপনার অনুগত হবে এবং বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠবে.. সংসার সেও করে ভাই, তাই আপনি শুধু ঝাড়ি দিয়ে কথা বললেই সে মুখ বুঝে মেনে নেবে এমনটা না.
Irin Islam publisher