বিয়ের পর প্রথম মিলন করার আগে স্ত্রী কে কীভাবে সহবাসের কথা বলবো, আর কীভাবে বলা উচিত?

1 Answers   13.3 K

Answered 2 years ago

জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো অনেক সময় একটু অস্বস্থিদায়ক হয়ে থাকে। যেমন এই প্রশ্নটি। ছিঃ কি লজ্জা। সহবাসের কথা বলছে। ছিঃ কি অশ্লীল মানসিকতা।

এই রকম চিন্তা করলে কখনো বাস্তব জীবনের মুখোমুখি হওয়া যাবে না। সহবাস জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। এটা নিছক ফৃর্তি নয়। এটা স্বামী স্ত্রীর দুজনের মাঝে নীবিড় সম্পর্ক করার একমাত্র উপায়।

বিয়ের আগে হবু স্বামী ও স্ত্রীকে কয়েকটি পরীক্ষা করে নিতে হবে। যেমন, ব্লাড গ্রুপ টেস্ট, ওভারি টেস্ট, সিমেন টেস্ট। এসব করলে আপনি পরবর্তীতে সন্তান নেয়ার ক্ষেত্রে নিরাপদ থাকবেন। অন্তত ব্লাড গ্রুপ জানাটা প্রয়োজন।

বিয়ের প্রথম রাতে কখনো বাসর করা উচিত না। সে দিন অনেক ক্লান্তি লাগবে। তাছাড়া মেয়েটি নতুন। তাকে একটু সময় দিন। আপনিও সময় নিন। প্রথম দিন অন্য কথা বলুন। নিজের ফ্যামিলীর কথা বলুন। কিভাবে থাকলে আপনি খুশি হবেন সেটা বলুন। তার সাথে গল্প করুন। হাতে কিস করুন। কপালে কিস করতে পারেন। এবার ঘুমিয়ে পড়ুন।

যদি বাসর করতে চান প্রথম রাতেই তবে তাকে বলবেন, আপনি প্রথম রাতটাকে স্মরনীয় করতে চান। মেয়েটির সাথে গল্প করতে করতে হাতে, কপালে ও ঠোটে কিস দিন। এবার ঘুমানোর সময় বলুন আপনি আজকেই কনজিউম্যাট করতে চান মানে রিলেশন করতে চান। মেয়েটি রাজি থাকলে রাতের এক সময় ফোর প্লে বা রতিক্রিয়া শুরু করুন। জেনে নিন মেয়েটির মাসিকের ব্যাপারে। মাসিক কত তারিখে শুরু হয় এবং কখন শেষ হয়। স্ত্রীর সাথে ঘনিষ্ট হওয়ার আগে অবশ্যই মুখ মাউথ ওয়াশ দিয়ে পরিষ্কার করবেন, দুই তিনটা লবংগ মুখে দিয়ে চিবান। ১ম বার কনডম ব্যবহার করবেন। না করলে কিছু একটা হয়ে গেলে তখন পরের দিন আপনার স্ত্রীকে ইমার্জেন্সী পিল খেতে বলুন।

সবচেয়ে ভালো সময় হচ্ছে বিয়ের ২য় কিংবা ৩য় রাত। প্রথম দুই দিন মেয়েটির সাথে গল্প করতে করতে মেয়েটি কি চায়, মেয়েটির বাচ্চা কাচ্চা নিয়ে কি প্ল্যান জেনে নিন, মেয়েটিকে আপনার পরিবারের সাথে মিশতে দিন। আপনি ফার্মেসী থেকে এক প্যাকেট কনডম কিনে নিজের প্যান্টের পকেটে মিনিমাম দুইটা কনডম রাখুন। সেই সাথে স্ত্রীর জন্য ইমার্জেন্সী পিলও কিনে রাখুন। বাই চান্স কিছু একটা অনিচ্ছা স্বত্তেও হয়ে গেলো তখন কাজে লাগবে।

২য় দিন বা ৩য় দিন রাতে প্রথম বার আদর করুন। ঘনিষ্ট হওয়ার আগে রোমান্স করবেন। স্ত্রীর সাথে দুষ্টামি করবেন, কিস করবেন, এরপরে রাত ১২টার পরে এক সময় ফোরপ্লে করবেন। উত্তেজনার এক পর্যায়ে পকেট থেকে কনডম বের করে সেটা ব্যবহার করে সহবাস শুরু করুন। এতে অনাকাংখিত গর্ভধারনের ঝুকি থাকবে না।

Jhuntu Mia
jhuntumia
252 Points

Popular Questions