বিয়ের পর একটা মেয়ের আচার - আচরণ, ব্যবহার কেমন হওয়া প্রয়োজন?

1 Answers   13.1 K

Answered 2 years ago

আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিব। অভিনন্দন এই প্রশ্নটি করার জন্য।

একটি ছেলে বিয়ে করে কেন জানেন, অনেকগুলো কারণ রয়েছে । আমার দৃষ্টিতে ব্যাখ্যা করতেছি। বিয়ে করার মূল উদ্দেশ্য হলো অতিরিক্ত একটি শক্তির প্রয়োজন।যে মানুষ টা সব সময় বিপদ-আপদে হতাশার মুহূর্তে সাপোর্ট হয়ে পাশে থাকবে। ভালোলাগা ভালো থাকা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ করে দিবে। এটাই আমি প্রত্যাশা করি।

একটি মেয়ে যখন নববধূ হয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। তখন স্বামীর সংসারের শৃঙ্খলা রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। পরিবারের প্রত্যেকটা সদস্য সাথে ঠিক ততটাই আচরণ করতে হবে যেমনটা আচরণ তোমার বাবা-মা ভাই বোন আশা করে।

সবচেয়ে বেশি গুরুত্ব রাখতে হবে স্বামীর সাথে ভালো আচরণ করা। তার কি কি দুর্বলতা রয়েছে ,হতাশা রয়েছে বিপদের মুহূর্তগুলো সাপোর্ট হওয়া। স্বামীর দুর্বলতা গুলো অন্যের কাছে কিংবা সমাজের কাছে প্রচার না করা। যেমন, ভালো পোশাক, ভালো খাবার, বিলাসিতা, এই চাহিদাগুলো আপনার পূরণ করতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে শত আশা আকাঙ্ক্ষা কে ভুলে গিয়ে। ধৈর্য ধরতে হবে তার পাশে থাকতে হবে।

একজন স্বামী যখন তার স্ত্রীকে ভাল খাবার পোশাক আশাক অসুস্থতার মুহূর্তগুলোকে ভালো রাখার চেষ্টা করে। স্ত্রীকে কেউ স্বামীর আমানতকে বজায় রাখতে হবে, তার আখলাক অর্থাৎ চরিত্র। তার আচার আচরণ নম্রতা হতে হবে।

কিছুদিন আগে আমার ভাগ্নির বিয়ে হয়েছে। আমার বড় আপু বললো, তোমার ভাগ্নিকে কিছু উপদেশ দাও। দুই লাইনের ছোট্ট একটা কথা বলেছিলাম।

যতো দিন তুমি শশুর বাড়িতে থাকবে, ততদিন বাবার বাড়িকে বড় করে দেখবে না। আবার বাবার বাড়িতে এসে শ্বশুরবাড়িকে ছোট করে দেখবে না। যেমন, আমার বাবার, গাড়ি আছে ,বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে , টাকা পয়সা আছে। আবার বাবার বাড়িতে এসে বলবে, না কখনো শ্বশুরবাড়িতে এটা নাই ওটা নাই।

উত্তর দেওয়ার শুরুতেই একটি কথা বলেছি আবার মনে করে দিতে চাই, আমাকে একটা ভালো না দাও আমি একটা ভালো জাতি উপহার দিব। জি আপনাকে একটি আদর্শ মা হতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রানপূর্ণ চেষ্টা করতে হবে।

ধন্যবাদ

Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions