Answered 2 years ago
ওঃ, অপরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা শুনে নিয়ে, তারপর বিয়ে করবেন কিনা, সিদ্ধান্ত নেবেন? তাহলে তো রীতিমত survey শুরু করতে হবে, আপনাকে। আর এই survey তে যেসব তথ্য উঠে আসবে ( সব ক্ষেত্রেই সত্যিকার তথ্য পাবেন না ) তার ভিত্তিতে নিজের বিবাহের সিদ্ধান্ত নিতে চাইলে, আপনি হয়ত বিবাহ করতে চাইবেন না। কিন্তু বিবাহ একটি মানুষের জীবনে সুস্থিতি এনে দিতে পারে। কিছু সমস্যা থাকলেও বিবাহ করা বা বিবাহ না করবার মধ্যে, প্রথমটাই বেশি মার্কস পাবে, এ কথা বলা যায়। ধন্যবাদ।
ahonasardar publisher