Answered 2 years ago
এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি সংসার এর সকল দায় দায়িত্ব তার উপরে দিয়ে দিবেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে মাসের শুরুতে নিজের হাত খরচ রেখে বাকী সব টাকা বৌয়ের হাতে তুলে দিন এবং তাকে বলুন এখন থেকে আমার সব টাকা তোমার কাছে থাকবে। সংসার এর বাজার থেকে শুরু করে সব খরচ তুমি করবা। এমনকি আমাকেও তুমিই চালাবা।
বেচারি সংসার এর ঠেলা সামলাইতে গিয়া নিজের জন্য খরচ করা ভূলে যাবে। যেমনটা আমি আপনি যারা জব করে সংসার চালাই তারা ভূলে গেছি।
aymansadiq publisher