বিয়ের পরে প্ৰত্যেক ছেলেদের কী ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়?

1 Answers   9.4 K

Answered 2 years ago

বিয়ের দিন বউকে হিরোইন ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ছেলেদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ঠিকভাবে বলতে গেলে বডিগার্ডের রোল প্লে করতে হয়।

বিয়ের দিন যাতে বউয়ের গায়ে এতটুকু আঘাত না লাগে মনে যাতে এতোটুকু কষ্ট না হয় তার ব্যবস্থা করতে গিয়ে নতুন জামাই হিসেবে ছেলেদের বাড়ির অন্যান্য লোকজনদের কাছে ঠাট্টা রঙ্গ তামাশার পাত্র হতে হয়। অনেকেই নতুন জামাইকে জোকার ভাবতে শুরু করেন। এটা কিন্তু সত্যিই একটা সমস্যা।

সদ্য বিয়ের পর প্রত্যেক ছেলেকেই তার বউয়ের ভালোলাগা এবং না ভালোলাগার লিস্ট তৈরি করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়। কেননা নতুন বউ। লজ্জায় রাঙা হয়ে তিনি আবার সব কথা খুলে বলতে পারেন না । পেটের কথা পেটেই থেকে যায়। মুখে আসার জন্য দিন পনের সময় দিতে হবে তো!

বিয়ের এক মাস পর থেকে প্রত্যেক ছেলেদের বউ নামক সমস্যার মুখোমুখি হতে হয়। তার কারণ এই সময় থেকেই চন্দ্রমুখী বউরা জ্বালামুখী হয়ে ওঠেন। আগ্নেয়গিরির মুখ থেকে এই সময় থেকেই লাভা বেরোতে থাকে।

বিয়ের পর থেকে পরিবার এবং বাড়ির লোকজনেরা নিজের ছেলেকে আগের মতই ছেলে হিসেবে কাছে পেতে চায় । কিন্তু বউ আবার নিজের জামাইকে আচল ছাড়া করতে চান না। এইখানেই ছেলেদের টাইম এডজাস্টমেন্টে কিছু সমস্যা হয়।

অনেক অভিজ্ঞ ব্যক্তিকে বলতে শুনেছি যে বিয়ের পর ছেলেদের একটা ঘরের সমস্যা হয়। আসলে কোন ঘর বউ দখল করে থাকে তো কোন ঘর পরিবারের অন্য লোকজনেরা। আদুরে বউয়ের কাছ থেকে ঝাড় খেয়ে হাউ হাউ করে কাঁদার জন্য একটা আলাদা ঘর না থাকা অনেকের কাছেই একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। সত্যি বলতে কি বিয়ের পর ছেলেদের একটু প্রাণ খুলে কান্নার ও সুযোগ থাকে না। সমস্যার কি আর শেষ আছে?

বিয়ের পর ছেলেদের একটু অন্য মেয়েদের দিকে ফালুক ফুলুক চাওয়ার যদি ইচ্ছাও থাকে, বউয়ের ধমকানির গুঁতোতে নিজের চোখটাও নিজের পকেটে পুরে রাখতে হয়। এটা কি কম সমস্যা বলুন?

Husneara Himu
husnearahimu
318 Points

Popular Questions