বিয়ের পরে আমার পুরানো প্রেমিকা ফিরে এসেছে। সে আমাকে তার সাথে সম্পর্ক রাখার জন্য জোর করছে, সেই সাথে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এখন কী করতে পারি?

1 Answers   2.8 K

Answered 2 years ago

গপ্প পড়লাম।
গল্পের লেখক বাস্তবতার কিস্যু বোঝেন না। আমার প্রাক্তন প্রেমিকা আমাকে বাড়িতে ঢুকে জড়িয়ে ধরলে এক বিশিষ্ট ভদ্রমহিলার হাতে কীচক বধ হয়ে যেত
ভাই, কাজ ডেলিগেট করতে শিখেন।
আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে,যে স্ত্রী আপনাকে ভালবাসে (hopefully)।
স্ত্রীকে ডাকুন, সত্যি কথা বলুন। এবং তাঁকে বলুন “এই মেয়ের হাত থেকে আমায় বাঁচাও”।
আপনার স্ত্রী নিজেই প্রাক্তন প্রেমিকাকে সাম-দাম-দন্ড-ভেদ পদ্ধতিতে বিদায়ের ব্যবস্থা করে ফেলবেন।
যে দম্পতি একে অপরকে বিশ্বাস করে এবং নিজেদের মধ্যে স্বচ্ছতা রক্ষা করে তাদের টলায় কার বাবার সাধ্য

Anitk Mahmud
antik
284 Points

Popular Questions