বিয়ের জন্য শিক্ষিত মেয়ের থেকে সুন্দরী মেয়ে কতটা উপযুক্ত?

1 Answers   7.9 K

Answered 2 years ago

একজন সুন্দরী মেয়ে শিক্ষিত হয়না এমন নয়। তবে যেহেতু প্রশ্নটা সুন্দরী ও শিক্ষিতের তো ধরে নিচ্ছি যে মেয়েটা শিক্ষিত সে সুন্দরী না, আর যে সুন্দরী সে শিক্ষিত /জ্ঞানী না। আর শিক্ষিত আর অশিক্ষিতের তফাত জানেনই। বাস্তব অভিজ্ঞতা থেকে উত্তর দিচ্ছি।


ধরুণ আপনি সুন্দরী মেয়ে বিয়ে করেছেন। অফিসের কলিগদেরকে একদিন বাসায় দাওয়াত দিলেন, রান্নাবান্না ঠিকই হলো, খাওয়ানোও হলো; কিন্তু দাওয়াত মানেই তো খাওয়ানো না শুধু। তাদের সাথে একবেলা গল্পও করতে হবে। তো যে মেয়ে যার সঠিক জ্ঞান নেই সে কখন কি বলবে সে নিজেই বুঝবে না। তো যার জন্য আপনার নিজেরই পরবর্তীতে লজ্জায় পরতে হবে। তো একজন শিক্ষিত মেয়ে হলে আপনার কি এমন অবস্থায় পড়তে হতো?


সবকিছুরই ভালো-মন্দ দিক আছে। সুন্দরী মেয়ে বিয়ে করার কিছু ভালো দিক—


পাড়া প্রতিবেশিরা বলবে অমুকের বউ কত সুন্দরী। একদম দিপিকা পাডুকন।

বউ সুন্দরী হলে অসুন্দরী বউয়ের থেকে মগজে উত্তেজনা বেশি পাবেন।

আর তেমন একটা সুবিধা পাবেন বলে মনে করিনা।


এখন আসি শিক্ষিত বউয়ের ক্ষেত্রে। এর কিছু ভালো দিক-


সে যেহেতু শিক্ষিত এবং জ্ঞানী সে আপনার মনে কখন কি ঘুরছে তা বুঝে সে অনুযায়ী আপনার সাথে সবসময় কথা বলবে।

আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন আপনার সিদ্ধান্ত সঠিক কিনা তা যাচাইয়ের জন্যও একজন মানুষ পাবেন। তাছাড়াও তার পক্ষ থেকেও ভালো কোনো সিদ্ধান্ত আসার মানুষ পাবেন।

সে শুধু আপনার উপর নির্ভরঅশীল থাকার কথা ভাববে না। সে নিজেও নিজের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে।

নেপলিয়ন বোনাপার্ট শিক্ষিত মেয়ের সুনাম করতে গিয়ে বলেছিলেন-' আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আপনার সন্তানের ভবিষ্যতের কথাও ভাবতে পারেন একবার।

সে দৈনন্দিন বিষয়গুলো আবেগ নয় বরং যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করবে।

আপমার পরিবারের সকলের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবে।

তাকে শুরুতে বিয়ে করার জন্য যে পাড়া প্রতিবেশিরা চেহারা দেখে নাক শিটকায়ছিল তারাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে তার সুনাম করবে।

তার ব্যবহার,সাপোর্ট, চিন্তাধারায় মুগ্ধ হয়ে আপনার উত্তেজনা হ্রাস না বরং দিন দিন বাড়বে।

সারাজীবন একসাথে থাকার জন্য একজন এমন মানুষ দরকার যে আপনাকে বুঝবে, সৌন্দর্য নয়।

বুঝে সিদ্ধান্ত নেওয়াও একজন ভবিষ্যৎ জ্ঞানী স্বামী হিসেবে আপনার দায়িত্ব!

Bappy Adnan
bappyadnan
334 Points

Popular Questions