বিয়ের কথা বাসায় বলবো কিভাবে?

1 Answers   7.8 K

Answered 2 years ago

খুব সহজ। আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে তুলুন। ভালো চাকরী বা ব্যবসা করুণ। প্রচুর টাকা ইনকাম করুণ। গাড়ি করুণ, বাড়ি করুণ। ব্যাংকে অনেক টাকা জমান। তারপর বিয়ের কথা আপনাকে মুখ ফুটে বলতে হবে না। বাসার লোকজনই আপনার জন্য মেয়ে খুঁজতে শুরু করবে। যখন আপনি একজন সফল ব্যাক্তি হবেন, পরিবার থেকেই আপনার জন্য মেয়ে দেখা শুরু করবে।

বিয়ের আগে নিজের পায়ের নীচের মাটিটা শক্ত করুণ। পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে ফকিরের চেয়ে অধম হয়ে যায়। ঘরে বাইরে কোথাও সম্মান পাওয়া যায় না। তাই বিয়ের চিন্তা পরে। আগে টাকা ইনকাম করা শিখতে হবে। প্রচুর টাকা। টাকা না থাকলে সংসার জীবন সুখের হয় না। আজকাল এত এত তালাক কেন হচ্ছে? সংসারে যখন অভাব দেখা দেয়, কোনো শান্তি থাকবে না।

Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions