বিয়া না করে কিভাবে ভালো থাকা যায়?

1 Answers   8.5 K

Answered 2 years ago

বিয়ে করে সুখ নিবারন করলে টেকসই সুখী হওয়া সম্ভব নয়। কেননা ভোগবস্তু দিয়ে তৃষ্ণার সাময়িক নিবারন ঘটে তৃষ্ণার নিবৃত্তি ঘটে না।

সুখ হলো তৃষ্ণার নিবৃত্তি, নিবারন নয় ।

সুখের উৎস হচ্ছে কোন কিছু না চাওয়া। কোন কিছু পাওয়া নয়। তাহলে আমরা কোন কিছু পেলে সুখ অনুভব করি কেন?

    The apparent happiness you derive from satisfying a desire comes mainly from the ceasation of wanting.

    একটি আকাঙ্খা পূরনের পর আপনি সমায়িক যে সুখ পান তা হলো সাময়িক আকাঙ্খার স্থগিত হওয়া।

মানে কোন কিছু পাওয়ার পর আপনি সাময়িক একটা সময়ের জন্যে কিছু চান না। ওটা নিয়েই ব্যস্ত থাকেন। তাই আপনি সুখ অনুভব করে। তাহলে সুখের মূলে কোন কিছু পাওয়া নয়।

কেননা কিছুদিন পর ঐ জিনিসটার মোহ কেটে গেলে আপনি আবার নতুন জিনিসের আকাঙ্খার জন্যে দুখী হয়ে যাবেন।

    Happiness comes from within don't seek outside. (gautom buddha)

    ব্যখ্যা : সুখ ভেতর থেকে আসে একে বাইরে তালাশ করিও না।

ধন্যবাদ

Jahidul islam
jahidulislam06
238 Points

Popular Questions