Answered 2 years ago
মূলত উর্ধতন কর্মকর্তা (এ এস পি —আইজিপি) দের মূল কাজ হচ্ছে তদারকি করা।
সে হিসেবে একজন এ এস পির দায়িত্বাধীন এলাকা দুই বা ততোধিক থানা (অনেক ক্ষেত্রে এক থানাও হতে আরে), যাকে সার্কেল বলা হয় ।
সার্কেলের অধীনে থানার যাবতীয় কার্যক্রম তদারকি করা এ এস পি র দায়িত্ব।থানার যত তদন্ত আছে সবই এ এস পি দেখাশোনা করেন এবং পরামর্শ প্রদান করে থাকেন।
অনেক সময় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এ এস পি নিজেই করে থাকেন এবং গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে যাবতীয় কার্যক্রম তদারকি করেন।
talhatolib publisher