বিষ্ময় বালক সুবর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সে আসলে কী?

1 Answers   12.3 K

Answered 2 years ago

এই ছেলের কর্মকাণ্ড আমি ২০১৮ সাল থেকে দেখছি৷ ওর বাবা এ-ই ছোট বাচ্চা টা কে ব্যবহার করছে মাত্র। নানান সময়ে নানান ভাবে ওরা এক্সপোজ হয়েছে। এক কথায় যদি বলি ওর বাবা একজন বড় ধরনের হিপোক্রেট। আর ছোট ছেলেটার মেধা অন্যান্য দের চেয়ে আলাদা এতে সন্দেহ নাই। কিন্তু ওর হিপোক্রেট বাবা বলে তার সন্তান নাকি কোন থিউরি আবিষ্কার করতেছে। নোবেল নাকি পাবে।আমাদের দেশের টেলিভিশন চ্যানেল গুলা Trp এ-র জন্য যা খুশি মন গড়া কাহিনি দেখায়।ফেসবুকে বিজ্ঞানপ্রিয় গ্রুপ এবং সায়েন্স বি গ্রুপ এরা অনেক বার এ-র এক্সপোজ করছে।


Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions