বিশ্ব সম্পর্কে কিছু অজানা তথ্য কোনগুলি?

1 Answers   13.1 K

Answered 2 years ago

ইংরেজি ভাষায় মাত্র দুটি শব্দ "abstemious" and "facetious" শব্দে a e i o u vowel গুলো ক্রমানুসারে সাজানো রয়েছে।

"I Am" ইংরেজি ভাষার সবচাইতে ক্ষুদ্র বাক্য। তবে কারো কারো মতে Go এবং No শব্দ দুটিতে সাবজেক্ট এবং প্রেডিকেট না থাকলেও গ্রামারের দৃষ্টিকোণ থেকে সঠিক বাক্য।

Rhythm" ইংরেজি ভাষার সব চেয়ে বড় শব্দ যার কোন vowel নাই।

প্রত্যেকটি মহাদেশের নাম যে ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় সে অক্ষর দিয়েই শেষ হয়

নহিসেব করে দেখা গেছে ইংরেজি ভাষায় ১,০২৫,১০৯ টা শব্দ আছে।

টেক্সটের পাঠ্য বিষয়ের ৯০% লিখতে শুধুমাত্র ১,০০০ শব্দ ব্যবহার করা হয়।

প্রতি ২ ঘন্টায় একটা করে ইংরেজি শব্দ ডিকশনারিতে সংযোজন হয়

Girl শব্দটি শুরুতে কোন লিঙ্গ বুঝাতো না। ছেলে হোক বা মেয়ে, এর অর্থ ছিল শিশু অথবা অল্প বয়স্ক কেউ।

ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে জার্মানির উত্তর-পশ্চিম এবং নেদারল্যান্ড থেকে।

“long time no see” ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। এর উৎপত্তি মনে করা হয় নেটিভ আমেরিকা অথবা চাইনিজ phrase এর শাব্দিক অনুকরনের মাধ্যমে।

ইংরেজি ভাষার সবচাইতে বেশি যে বিশেষণ ব্যবহার করা হয় তা হচ্ছে ‘good’.

দুনিয়াভর কম্পিউটারে ৮০% ভাগ তথ্য ইংরেজি ভাষায় সংরক্ষণ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে অঞ্চল বিশেষে ২৪ টি আলাদা কথ্য ভাষা আছে।

সবচেয়ে পুরনো ইংরেজি শব্দ যা এখনও চালু আছে তা হচ্ছে town.

swims শব্দটি উপর-নীচ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই রকম দেখায়। একে বলে ambigram.

প্রথম ইংরেজি ডিকশনারি লেখা হয় ১৭৫৫ সালে।

গড়ে বয়স্ক ইংরেজি ভাষাভাষীরা ২৫,০০০-৩০,০০০ শব্দ জানে।

শেক্সপিয়ার ইংরেজি ভাষায় ১৭০০ শব্দ যোগ করেন।

ইংরেজি ভাষায় সবচেয়ে জটিল শব্দ set. এই ক্ষুদ্র শব্দটির ৪৩০ অর্থ রয়েছে যা বর্ণনা করতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ২৪ পৃষ্ঠা ব্যয় করতে হয়েছে।

Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions