বিশ্ব ভ্রমণে মোট কত টাকার প্রয়োজন?

1 Answers   13.6 K

Answered 2 years ago

এতে বিশাল অর্থের প্রয়োজন হবে।

আপনাকে ছোট্ট একটা রুটের হিসাব দেই।

ধরুন, বাংলাদেশ-ভারত-নেপাল-থাইল্যান্ড-মালয়েশিয়া-চীন-রাশিয়া-জার্মানি-ফ্রান্স-ইউকে-আমেরিকা-দুবাই-ঢাকা ভ্রমণ করবেন।

সময় লাগবে: ধরুন এক মাস। বিমান ভ্রমণ অত্যন্ত কষ্টকর বিষয়। সুতরাং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

ভিসা লাগবে: ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়, চীন, রাশিয়া, সেনজেন (জার্মান, ফ্রান্স), যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র এর। মোট আটটি দেশের। মোটামুটি লাখ-খানেক টাকা লাগবে। তবে আমেরিকান ভিসার এক বছর ওয়েটিং-এ থাকতে হবে। চীন ও রাশিয়ার ভিসা পাওয়াও জটিল।

বিমান ভাড়া: আনুমানিক দশ হাজার ডলার, মানে সাড়ে আট লাখ টাকা।

ট্রেন ভাড়া: আপনি রাশিয়া (মস্কো) থেকে জার্মান-ফ্রান্স হয়ে ট্রেনে লন্ডন যেতে পারবেন, কিন্ত এর জন্য অন্তত এক হাজার ডলার ধরে রাখুন। ইউরোপে ট্রেন ভাড়া চড়া।

আপনার অন্তত পঁচিশ দিন হোটেলে থাকতে হবে, এবং খেতে হবে। গড়ে দিনে এক শত বিশ ডলার, মোট তিন হাজার ডলার।

সুতরাং এই পনের হাজার ডলারে বিশ্বের একটা অংশ ঘুরলেন। কিন্তু এখানে বাদ থাকল আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপের বিশাল অংশ, কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকা।

Riyazul Islam.
riyazulislam
524 Points

Popular Questions