Answered 2 years ago
বিশ্বে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড এ নাম উঠেছে রাশিয়ার মস্কোর সুইয়া নামক গ্রামের এক কৃষক ফেদেরাও ভাসিলিয়েভের স্ত্রী মিসেস ভাসিলিয়েভ। কৃষক ফেদেরাও ভাসিলিয়েভের স্ত্রী মিসেস ভাসিলিয়েভ ৬৯ জন সন্তানের জন্ম দিয়েছিলেন।
তিনি ১৭২৫ সাল থেকে ১৭৬৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছর তিনি গর্ভধারণ করেই কাটিয়েছেন। তিনি তার জীবনে সর্বমোট ২৭ বার গর্ভধারণ করেন। তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ১৬ বার, একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন ৭ বার, একসাথে ৪ সন্তানের জন্ম দিয়েছিলেন ৪ বার। তার জন্ম দেওয়া ৬৯ জন শিশুর মধ্যে ৬৭ জন সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে ছিলো এবং বাকি ২ জন শৈশবে মারা যায়।
runalaila publisher