Answered 2 years ago
বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরণের পোষাক দেখা যায়। সেরামোনিয়াল এবং কমব্যাট। সেরামোনিয়াল পোষাক এক বাহিনী হতে আরেক বাহিনীতে ভিন্ন ভিন্ন দেখা যায়। এগুলো বাহিনীর ঐতিহ্য, সংষ্কৃতি ধারণ করে। অন্যদিকে কমব্যাট পোষাক, বিশেষভাবে তৈরী করা হয় যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখে।
সেরামোনিয়াল পোষাক, ব্রিটিশ রয়াল গার্ডস।
কমব্যাট পোষাক সবদেশেই প্রায় একই রকমের হয় কারণ যুদ্ধক্ষেত্রের বৈশিষ্টের উপর ভিত্তি করে এধরণের পোষাক তৈরী করা হয়। বাংলাদেশ ট্রপিকাল এলাকায় অবস্থিত, এখানে সবুজ বেশি। তাই আমাদের সেনাবাহিনীর পোষাকে সবুজ জলপাই রঙের ক্যামোফ্লাজ ব্যবহার করা হয়। আবার আর্কটিক বা উঁচু পর্বতের যুদ্ধক্ষেত্রে বরফের প্রাধান্য বেশি থাকায় ওখানকার সেনাবাহিনীগুলো সাদা রঙের কমব্যাট পোষাক পড়ে থাকে। ক্যামোফ্লাজ নকশা শত্রুর চোখকে ফাঁকি দিতেও ব্যবহৃত হয়।
একইভাবে মরুভূমি সাগর এবং আকাশের যুদ্ধেও অনুরূপ পোষাক ব্যবহৃত হয়।
Kalam Biswas publisher