বিশ্বের সবথেকে বড় বিমানটির নাম কী ?

1 Answers   10.5 K

Answered 2 years ago

১- স্ট্র্যাটোলঞ্চ বিমানটি বিশ্বের সবচেয়ে বড় বিমান। এই বিমানের ডানা লম্বায় প্রায় ৩৮৫ ফুট, উচ্চতা ৫০ ফুট। অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা এই বিমানের ডানা। জ্বালানির ট্যাংক খালি থাকা অবস্থায় এর ওজন পাঁচ লাখ পাউন্ড। প্রায় আড়াই লাখ পাউন্ড জ্বালানি এটি বহন করতে পারে। বিমানটিতে আছে মোট ২৮টি চাকা। আছে ছয়টি জেট ইঞ্জিন
তবে এটি যাত্রী বহনের জন্য তৈরি করা হয়নি। এটি দিয়ে রকেট বহন করে স্যাটেলাইট পাঠানো হবে। ফলে স্যাটেলাইট পাঠানো যাবে আরো কম খরচে।

২- এন্তোনভ এএন-২২৫ মারিয়া নামের এই বিমান টি তৈরি করেছে রাশিয়া। ৬ জেট ইঞ্জিন বিশিষ্ট এই বিমান টি বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান। এই বিমান মাত্র একটাই তৈরি করা হয়েছে।

এর মধ্যে দিয়ে ট্রেন, হেলিকপ্টার, কন্টেইনার, ট্যাংক, কামান সব কিছুই বহন করা যায়। দানব বলা যেতে পারে।

৩-এয়ারবাস এ-৩৮০/৮০০ নামের এই বিমানটি হলো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহি বিমান। ৪ ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটিতে ৫১০ জন যাত্রী বহন করতে পারে। এয়ারবাস এর বিমানটির উৎপাদন এ বছর বন্ধ করে দিয়েছে। কারণ বোয়িং এর ৭৮৭ ড্রিমলাইনারের জনপ্রিয়তার কারনে তাদের অর্ডার কমে গিয়েছিল। তবে প্রচুর বিমান এখনো সার্ভিসে রয়েছে।

ফটো ক্রেডিটঃ এয়ারবা, গুগল প্রথম আলো।

Piku
Piku
286 Points

Popular Questions