Answered 2 years ago
মূলত,পৃথিবীতে কোনো ধর্মই উগ্র নয়। পৃথিবীতে প্রায় সকল ধর্মেরই মূলমন্ত্র হচ্ছে ''শান্তি''। কিন্তু পৃথিবীজুড়ে উগ্রবাদ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মানুষের ধর্ম নিয়ে মতবিরোধ রয়েছে। কোনো কোনো মানুষ ধর্ম পালন করেন নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আবার,কেউ কেউ এ ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে। ফলে কিছু কিছু ধর্ম বিতর্কিত হয়ে পড়ে। এর মূল কারণ হচ্ছে ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞানের অভাব। মানুষ যে ধর্মে বিশ্বাস করে,সে ধর্মের প্রতি তার বিশেষ একটি দূর্বলতা থাকে। কিন্তু সে ধর্ম ও ধর্মীয় বিধান সম্পর্কে খুব বেশি জানে না। এর ফলে যে কেউই নিজের স্বার্থে সে বিশ্বাসীকে ব্যবহার করে। ধর্ম নিয়ে এ বিভ্রান্তির কারণে মানুষ উগ্রবাদের সাথে জড়িয়ে যায়।
riyazulislam publisher