Answered 2 years ago
বঙ্গোপসাগরে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপে কেউ ভ্রমণ করতে গেলে জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা প্রায় নাই। স্নেক আইল্যান্ডের মতো অন্যান্য বিপজ্জনক দ্বীপের চেয়েও এ দ্বীপ পর্যটনের জন্য অনেক বেশি বিপজ্জনক। এখানে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বসবাস যারা বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। পৃথিবীতে আজও অনেক বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী আছে যাদের কোনো না কোনোভাবে বহির্বিশ্বের মানুষের সাথে যোগাযোগ ঘটে। কিন্তু এখানকার সেন্টিনেলিজ আদিবাসীরা এতটাই হিংস্র আক্রমণাত্মক স্বভাবের যে তারা বাইরের কোনো মানুষকে তাদের দ্বীপের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। বহিরাগতদের জন্য এদের একটাই নীতি—হত্যা।
shuvokhan06 publisher