Answered 2 years ago
বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি হিসেবে পরিচিত শুমুখ।২০১৯ সালে দুবাইয়ের ‘নাবিল পারফিউম’ নামক সংস্থা এই সুগন্ধি তৈরি করে। এই সুগন্ধি তৈরি করতে প্রস্তুতকারকদের সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছর। জিতেছে দুটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডও।
[সূত্রঃ দৈনিক মানবজমিন, ৩ জুন ২০২২]
sopnil.sopno publisher