Answered 2 years ago
বিজ্ঞান চর্চার জন্য অনেক উপকরণ লাগে, কেবল মানুষ থাকলেই হয় না। শেষ পর্যন্ত দেখবেন যে বিজ্ঞান চর্চা অনেকটাই এক ধরণের সামাজিক ব্যাপারঃ বিজ্ঞানী সমাজ একটা থাকলে তখন সমমনা বিজ্ঞানীরা নানা প্রশ্ন আলোচনা করেন আর পরস্পরকে বিজ্ঞানের রীতি-নীতির ভেতরে রেখে সফলতার সহায়ক হন। যত বড় প্রতিভাই থাকুক, একা একা আগানো অতিশয় কঠিন কাজ।
বিজ্ঞানের অগ্রগতিতে গবেষণার বিকল্প নেই, আর সেখানেই আমরা মারাত্মক পিছিয়ে আছি। গবেষণায় আমাদের বিনিয়োগ আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু তাও আমরা উন্নত দেশগুলির অনেক অনেক পিছনেই আছি।
তবে আমরা চিরদিন পিছিয়ে থাকবো না, এগিয়ে যাব এমন আশা আমার মনে দৃঢ়ভাবেই বাসা বেঁধে আছে।
Deloar Mahmud publisher